চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু মারা গেছেন
বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান প্রযোজক নাসির উদ্দিন দিলু মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল মৃত্যুবরণ করেন তিনি।
দীর্ঘদিন ধরেই হার্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন নাসির উদ্দিন দিলু। দুদিন আগে অসুস্থ বোধ করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ও চিত্রনায়ক ওমর সানী।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য ছিলেন নাসির উদ্দিন দিলু। ১৫টির বেশি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। পরপর দুইবার প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সোনার চেয়ে দামি, কাবিন, সাহস, নাচে নাগিন, রূপের রানী গানের রাজা, বুকের ধন, ফাঁসির আসামি, ভালোবাসা, মহানসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।
Comments