পিছিয়ে থেকেও এগিয়ে ট্রাম্প
সর্বশেষ পাওয়া খবরে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছু ইলেকটোরাল ভোটে পিছিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের থেকে। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী বাইডেন পেয়েছেন ২২৭ ভোট এবং ট্রাম্প ২১৩ ভোট। বাকি রয়েছে ৯৮টি ভোট।
তবে, নির্বাচনের ফলাফল এই আনুপাতিক হারে এগোবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকার বেশ কয়েকটি স্টেট রয়েছে যেখানকার ফলাফল সম্পূর্ণভাবেই বদলে দিতে পারে বর্তমান অবস্থা। এখন পর্যন্ত পিছিয়ে থাকা ট্রাম্পই পুনরায় হতে পারেন প্রেসিডেন্ট।
ভোটের চেহারা বদলে দেওয়ার মতো অঙ্গরাজ্যগুলোর মধ্যে নেভেদার ইলেকটোরাল ভোট ৬ এবং আরিজোয়ানার ১১। এই দুটি রাজ্যে বাইডেন এগিয়ে রয়েছেন। অপরদিকে ক্যারোলিনার ইলেকটোরাল ভোট ১৫টি, জর্জিয়ার ১৬টি, উইসকনসিনের ১০টি, পেনসেলভেনিয়ায় ২০টি, মিশিগানের ১৬টি। এই রাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
জয়ের জন্য বাইডেনের প্রয়োজন ৪৩ টি এবং ট্রাম্পের ৫৭টি ইলেকটোরাল ভোট।
সে হিসেবে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের সঙ্গে এগিয়ে থাকা পাঁচটি রাজ্যের মোট ৭৭টি ইলেকটোরাল ভোট যোগ হয়ে গেলেই কাঙ্ক্ষিত ২৭০ এর নাগাল পেয়ে যাবেন ট্রাম্প।
তবে, বাইডেনের এগিয়ে থাকা রাজ্য দুটিতে ভোট রয়েছে মাত্র ১৭টি।
মোট ৫১টি অঙ্গরাজ্যের মধ্যে ১৫টিতে বাইডেন এবং ১৩টিতে ট্রাম্প সহজ জয় পাবেন বলে ধারণা করা হচ্ছিল। সেটি তারা পেয়েছে। এই ২৮টি ছাড়া বাকি ২৩ রাজ্যের ১০টিতে বাইডেন এবং ৭টিতে ট্রাম্প সম্ভাব্য জয় পেতে পারেন বলে যে ধারণা করা হয়েছিল সেখানে এসেছে পরিবর্তন। আলাস্কা, ইন্ডিয়ানা, কানসাস, মিসৌরি, মন্টানা, সাউথ ক্যারোলিনা এবং উটাহ রাজ্যে ট্রাম্পের জয়ের সম্ভাবনা ছিল। এই ৭টি রাজ্যের মধ্যে ৬টিতে জয় নিশ্চিত করে আলাস্কার ভোট গণনাতেও এগিয়ে রয়েছেন তিনি। সেই সঙ্গে বাইডেন বিজয়ী হতে পারেন এমন সম্ভাব্য ১০টি রাজ্যের মধ্যে মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বাকি ৭টির মধ্যে কলরোডা, মেইন, মিন্নেসোটা, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়াতে জয় নিশ্চিত করে অ্যারিজোনা এবং নেভেদাতে এগিয়ে রয়েছেন বাইডেন।
এছাড়াও মোট ৫১টি রাজ্যের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে অর্থাৎ যে রাজ্যগুলোতে কারোই সংখ্যা গরিষ্ঠতা নেই এমন রাজ্য মনে করা হতো ফ্লোরিডা, আওয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ওহিও এবং টেক্সাসকে। এর মধ্যে ফ্লোরিডা, আওয়া, ওহিও ও টেক্সাসে ইতিমধ্যে জয় পেয়েছেন ট্রাম্প এবং জর্জিয়া ও নর্থ ক্যারোলিনাতেও তিনিই এগিয়ে রয়েছেন।
Comments