অস্ত্রোপচার সফল হয়েছে ম্যারাডোনার

অসুস্থতা বোধ করায় দুদিন আগে হাসপাতালে ভর্তি করানো হয় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। ভাবা হয়েছিল তেমন জটিল কোনো সমস্যা হয়নি তার। তবে অবস্থা বেশ গুরুতর। মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছে। যে কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে এ কিংবদন্তির। আর অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়েছেন তার চিকিৎসক লিওপোলডো লুক।

অসুস্থতা বোধ করায় দুদিন আগে হাসপাতালে ভর্তি করানো হয় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। ভাবা হয়েছিল তেমন জটিল কোনো সমস্যা হয়নি। তবে অবস্থা বেশ গুরুতর। মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছে। যে কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে এ কিংবদন্তির। আর অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়েছেন তার চিকিৎসক লিওপোলডো লুক।

সোমবার রাতে লা প্লাতার একটি ক্লিনিকে নেওয়া হয়েছে সম্প্রতি ৬০তম জন্মদিন উদযাপন করা ম্যারাডোনাকে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস থেকে যা এক ঘণ্টার পথ। পর দিন লুক জানিয়েছিলেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচার করতে হবে তার। মঙ্গলবার এ কিংবদন্তির সফল অস্ত্রোপচার হওয়ার পর তার চিকিৎসক বলেছেন, ‘আমি তার জমাট বাঁধা রক্তগুলো সফলভাবে অপসারণ করতে সক্ষম হয়েছি। সে (ম্যারাডোনা) সার্জারির ধকল ভালোভাবে সহ্য করেছে।’

তবে অস্ত্রোপচারের প্রক্রিয়া এখনও চলমান জানিয়ে লিওপোলডো আরও বলেছেন, 'বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব কিছুই নিয়ন্ত্রণে আছে। নির্ভর করবে সে কেমন করতে পারে। এটা খুব জটিল কিছু নয়। কিন্তু তারপরও এটা মস্তিষ্কে অস্ত্রোপচার। যেভাবে সে সাড়া দিয়েছে, তা আশাব্যঞ্জক। হাসপাতালে থাকা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর। তবে তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটা দ্রুত গতিতে হচ্ছে।'

গত শুক্রবার নিজের জন্মদিন উপলক্ষে জনসম্মুখে এসেছিলেন ম্যারাডোনা। তার দল জিমনাশিয়া লা প্লাতার লিগ ম্যাচেও উপস্থিত হয়েছিলেন। অসুস্থতার কারণে শুরুর আগেই মাঠ ত্যাগ করতে হয় তাকে। এদিকে, ম্যারাডোনার অসুস্থতার খবরে বুয়েন্স এইরেসের সে ক্লিনিকের সামনে জড়ো হয়েছে হাজারো ভক্ত-সমর্থক।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago