বাইডেনকে এগিয়ে রেখেছেন জুয়াড়িরা

অনলাইন জুয়ার বাজারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন এগিয়ে গেছেন। পিছিয়ে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনটি বেটিং সাইট থেকে পাওয়া তথ্য থেকে রয়টার্স এ খবর জানিয়েছে।
উইসকনসিন রাজ্যে ৮৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেনের ট্রাম্পকে ছাড়িয়ে যাওয়ার খবরে অনলাইন জুয়ার বাজার এখন ডেমোক্র্যাট শিবিরের পক্ষে।
বেটিং সাইট এডিসন রিসার্চের হিসেবে ট্রাম্পের জয়ের পক্ষে ৪৯ শতাংশ জুয়াড়ি বাজি ধরলেও, বাইডেনের পক্ষে ধরেছেন ৪৯ দশমিক ৩ শতাংশ জুয়াড়ি।
যুক্তরাজ্য ভিত্তিক স্মার্কেটস এক্সচেঞ্জ বাইডেনের সম্ভাবনা দেখছে ৫৮ ভাগ। আর, নিউজিল্যান্ড ভিত্তিক প্রেডিক্টইট বাইডেনের জয়ের পক্ষে ৬৩ শতাংশ সম্ভাবনার কথা জানিয়েছে।
স্মার্কেটস এদিকে ট্রাম্পের সম্ভাবনা দেখছে ৪১ ভাগ, সেখানে গতকাল রাতেও ৮০ ভাগ জুয়াড়ি ছিলেন ট্রাম্পের দিকে।
স্মার্কেটস এর রাজনীতি বিশ্লেষক প্যাট্রিক ফ্লিন বলেন, ‘মূলত ফ্লোরিডায় কিউবানদের ভোটে ট্রাম্প এগিয়ে যাওয়ার পরই তার পক্ষে বাজি ধরতে শুরু করেন জুয়াড়িরা।’
এরপর, অনেকগুলো রাজ্যের লাখ লাখ ভোট গণনার আগেই ট্রাম্প জয়লাভ করেছেন বলে দাবি তোলেন।
ব্রিটিশ বেটিং এক্সচেঞ্জ বেটফেয়ারের জুয়াড়িরা এর মধ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সম্ভাবনা কমিয়ে দিয়ে বাইডেনের জয়ের পক্ষে ৬০ শতাংশ বাজি ধরেছে।
যুক্তরাষ্ট্রের এ বছরের নির্বাচন এ যাবত সবচেয়ে বড় জুয়ার ইভেন্ট হিসেবে রূপ নিয়েছে। বেটিং সংস্থাগুলো জানায়, সোমবার এক ব্যক্তি ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ের পক্ষে রেকর্ড এক মিলিয়ন পাউন্ড বাজি ধরেন।
Comments