কলকাতা মোহামেডানে যোগ দিচ্ছেন জামাল, তবে...

কানাঘুষা শুরু হয়েছিল গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাল ভূঁইয়ার ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলতে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। গত মাসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক অবশ্য উড়িয়ে দিয়েছিলেন এই দাবি। কিন্তু নতুন খবর হলো, সাইফ স্পোর্টিং ছেড়ে কলকাতার ক্লাবটিতে নাম লেখানোর দ্বারপ্রান্তে রয়েছেন এই হোল্ডিং মিডফিল্ডার।
জানা গেছে, খুব শিগগিরই কলকাতা মোহামেডান, জামাল ও সাইফের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা হতে যাচ্ছে। তবে এই দলবদল সম্পন্ন হবে শর্তসাপেক্ষে- কলকাতা মোহামেডানকে আগামী বছরের ২০ এপ্রিলের মধ্যে পুনরায় জামালকে ছেড়ে দিতে হবে সাইফের কাছে।
কেন এই শর্ত? ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল সাইফের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন বুধবার জানিয়েছেন, ‘আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমের দ্বিতীয় ধাপে জামালকে চাই। তাই আমরা জামালকে বলেছি সর্বোচ্চ আগামী ২০ এপ্রিল পর্যন্ত চুক্তিবদ্ধ হওয়া যাবে কিনা তা নিয়ে কলকাতা মোহামেডানের সঙ্গে আলোচনা করতে।’
তিনি যোগ করেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী ১৫ থেকে ৩০ এপ্রিলের সম্ভাব্য মধ্যবর্তী দলবদলে আমরা জামালকে পুনরায় দলভুক্ত করতে চাই। কিন্তু আই লিগ শেষ হবে ৩০ এপ্রিল। অথচ আমাদের ২০ এপ্রিলের মধ্যে জামালকে প্রয়োজন।’
শর্ত মেনে নিলে জামালকে ভারতে খেলতে যেতে দেওয়া হবে উল্লেখ করে সুমন বলেছেন, ‘জামাল এরই মধ্যে কলকাতা মোহামেডানকে বিষয়টি জানিয়েছে। যদি তারা রাজী থাকে, তাহলে কলকাতা মোহামেডানের হয়ে খেলতে যাওয়ার জন্য জামালকে ছাড়পত্র দিতে আমাদের কোনো আপত্তি নেই।’
আই লিগের দলবদলের সময়সীমা শেষ হয়ে গেছে গত ২৪ অক্টোবর। কিন্তু ফিফার নিয়মের একটি বিশেষ ধারায় জামালকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সুযোগ মিলেছে কলকাতা মোহামেডানের। আর সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে তার সদ্ব্যবহার করতে যাচ্ছে দলটি।
Comments