হ্যান্ডবলে দুরন্ত পুলিশ

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ।
handball
ছবি: ফিরোজ আহমেদ

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার শহিদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে তারা হারায় ৩১-২৬ ব্যবধানে।

handball
ছবি: ফিরোজ আহমেদ

রোমাঞ্চকর লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয় ১৪-১৪ সমতায়।

ফেডারেশন কাপে পুলিশের এটি প্রথম শিরোপা। এর আগে তিনবার রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে।

handball
ছবি: ফিরোজ আহমেদ

১৫ বছর পর গড়ানো প্রতিযোগিতার পঞ্চম আসরের অন্য দুটি দল ছিল বান্দরবান ডিএসএ ও টিম হ্যান্ডবল ঢাকা।

Comments