নির্বাচিত হলে জলবায়ু চুক্তিতে ফেরার ঘোষণা দিলেন বাইডেন

প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সরে এসেছে গতকাল বুধবার। একদিন পরই সেই চুক্তিতে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা জানালেন দেশটির প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে থাকা জো বাইডেন।
বাইডেন বলেন, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র জলবায়ু চুক্তিতে ফিরে যাবে।
কয়েক ঘণ্টা আগে জো বাইডেনের টুইটার বার্তায় বলা হয়, ‘আজ (৪ নভেম্বর) ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে প্যারিস জলাবায়ু চুক্তি থেকে সরে গেল। আজ থেকে ঠিক ৭৭ দিন পর বাইডেন প্রশাসন এই চুক্তিতে ফিরে আসবে।’
বাইডেন নির্বাচনে জয়ী হলে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন আগামী ২০ জানুয়ারি।
আজ বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশ আমেরিকাকে ‘কার্বন শূন্য’ দেশ হিসেবে গড়ে তুলতে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন বাইডেন।
এতে আরও বলা হয়, দেশটির বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প জীবাশ্ম জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি পরিবেশ সংরক্ষণের উদ্যোগগুলোকেও দুর্বল করেছেন।
পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন আমেরিকা’স প্লেজের এক সমীক্ষায় বলা হয়েছে, সরকারের সহযোগিতা ছাড়াই আগামী ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণ ৩৭ শতাংশ কমিয়ে আনা সম্ভব।
২০১৯ সালের ৪ নভেম্বর ট্রাম্প প্যারিস চুক্তি থেকে সরে যাওয়ার জন্যে এক বছরের নোটিশ দিয়েছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেনকে সেই চুক্তিতে ফিরে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানাতে হবে।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জলবায়ুবিষয়ক উপদেষ্টা এন্ড্রু লাইট বার্তা সংস্থা এএফপিকে বলেন, চুক্তিতে ফিরে যাওয়ার কাজটি ‘কঠিন কিছু হবে না’।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ১২ ডিসেম্বর ব্রিটেন ও জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্র ‘আলোচনার বাইরে’ থাকবে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র জলবায়ু চুক্তিতে ফিরে এলেও দেশটির বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকের মনে প্রশ্ন থেকে যাবে।
Comments