লাইফ সাপোর্টে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী
সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলীকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
কিডনি ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতা নিয়ে শওকত আলীকে গত ২৯ অক্টোবর সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
শওকত আলীর দৌহিত্র উদয় শওকত আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮৩ বছর বয়সী শওকত আলী নিউমোনিয়ায় ভুগছেন।
কর্নেল (অব.) শওকত আলী ছয়বার শরীয়তপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সর্বশেষ ২০১৮ সালের সংসদ নির্বাচনে এনামুল হক শামীমকে শরীয়তপুর-২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়।
Comments