শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মাদরাসা সুপারের যাবজ্জীবন কারাদণ্ড
শরণখোলা উপজেলায় ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা সুপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগেরহাটের একটি আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূরে আলম এ আদেশ দেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর রণজিৎ কুমার মণ্ডল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়াও, দণ্ডপ্রাপ্ত ইলিয়াস হোসেন জোমাদ্দারকে (৪৭) ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৮ আগস্ট ওই মাদরাসা সুপার ভুক্তভোগী শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এ সময় তিনি এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান। পরে শিশুটির রক্তক্ষরণ হওয়ায় তার বাবা-মা মোরেলগঞ্জ উপজেলার একটি ক্লিনিকে ভর্তি করেন।
একই বছরের ১৯ আগস্ট রাতে তার বাবা শরণখোলা থানায় মামলা করেন।
জানা গেছে, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মামলার দায়িত্ব নেয় পিবিআই। পরে একই বছরের ১৮ অক্টোবর পিবিআই ইলিয়াসকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ১৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের যুক্তি শুনানোর পরে আদালত আজ মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেন।
Comments