মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

মরিশাসে ৫২ বাংলাদেশিকে বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে চার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।
road accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

মরিশাসে ৫২ বাংলাদেশিকে বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে চার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মরিশাসের বাংলাদেশ হাইকমিশনের লেবার ওয়েলফেয়ার কাউন্সিলর ওহিদুল ইসলাম।

গুরুতর আহত প্রবাসী পোর্ট লুইসের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

এ ঘটনায় নিহতরা হলেন- আব্দুর রাজ্জাক, সঞ্জয় দাস, রকিব মোল্লা এবং ফারুক ইসলাম।

ওহিদুল জানান, বাস দুর্ঘটনায় আরও আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। বেশ কয়েকজন বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসব বাংলাদেশির ওই বাসে করে কর্মস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি স্থাপনার সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ওহিদুল।

ওহিদুল বলেন, ‘হাইকমিশন পরবর্তী বিশেষ কার্গো ফ্লাইটে মরদেহগুলো দেশে পাঠানোর চেষ্টা করছে। তবে, মরিশাস থেকে বর্তমানে নিয়মিত কার্গো ফ্লাইট স্থগিত আছে। স্থানীয় পুলিশ এ ঘটনার তদন্ত করছে।’

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহতরা মরিশাসের একটি প্রতিষ্ঠানের অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

4h ago