সমর্থকদের শান্ত থাকতে বললেন বাইডেন, ট্রাম্পের নিন্দায় রিপাবলিকানরাও

সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে থাকা ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।
আজ শুক্রবার ভোররাত ৩টা ৩৪ মিনিটে এক টুইটার বার্তায় তিনি এই আহ্বান জানান।
বার্তায় বাইডেন বলেন, ‘গণতন্ত্রে কখনো কখনো বিশৃঙ্খলা হয়। তাই সে সময় একটু ধৈর্য ধরা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এই ধৈর্য ধারণ আমাদের পুরস্কৃত করেছে। ২৪০ বছরের বেশি সময় ধরে আমরা যে শাসনব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তা বিশ্ববাসী হিংসার চোখে দেখে।’
নিউইয়র্ক টাইমস জানায়, নেভাদা ও আরিজোনায় প্রাথমিক ভোট গণনায় বাইডেন এগিয়ে রয়েছেন। এছাড়াও, তিনি পেনসিলভানিয়া ও জর্জিয়ায় এগিয়ে থাকা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভোট ব্যবধান কমিয়ে ফেলছেন।
পেনসিলভানিয়ার শীর্ষ নির্বাচন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানায়, এখনো ‘হাজার হাজার ভোট’ গণনা বাকি।
আল জাজিরা জানায়, প্রাথমিক গণনায় জর্জিয়াত ট্রাম্প ১ হাজার ৯০২ ভোটে এগিয়ে রয়েছেন। তবে এখনো রাজ্যটিতে ১৬ হাজারের বেশি ভোট গণনা বাকি।
রিপাবলিকান নেতাদের নিন্দা
ভোট গণনায় ‘জালিয়াতি’র বিষয়ে ট্রাম্পের প্রামাণ ছাড়া অভিযোগের নিন্দা করেছেন তার রিপাবলিকান দলের কয়েকজন নেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্সাসের রিপাবলিকান নেতা উইল হার্ড বলেন, ‘ট্রাম্প যা করছেন তা শুধু বিপদজনক বা ভুলই নয়, তা আমাদের রাষ্ট্রীয় ভিত্তিকে অবজ্ঞা করছে।’
ইলিনয়ের রিপাবলিকান নেতা অ্যাডাম কিনজিনজার বলেন, ‘প্রেসিডেন্টকে অবশ্যই ভুল তথ্য ও প্রমাণ ছাড়া অভিযোগ দেওয়া বন্ধ করতে হবে।’
Comments