নোয়াম চমস্কির ট্রাম্প মূল্যায়ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মানব ইতিহাসের সবচেয়ে খারাপ অপরাধী’ হিসেবে উল্লেখ করেছেন বিশিষ্ট মার্কিন বুদ্ধিজীবী নোয়াম চমস্কি। এই সপ্তাহে প্রকাশিত দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
চমস্কির মতে, গণতন্ত্র ধ্বংসসহ মানবিকতা এখন হুমকির মুখোমুখি।
তিনি বলেন, ‘ট্রাম্প কিংবা ট্রাম্পের আশেপাশের মানুষ— তারা ‘মূলত অত্যন্ত প্রতিক্রিয়াশীল রাষ্ট্রগুলোর একটি আন্তর্জাতিক জোট তৈরি করছে, যা হোয়াইট হাউস দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। যেটি অবশ্যই কট্টর ডানপন্থি। তারা প্রতিটি আন্তর্জাতিক চুক্তির গুরুত্ব কমিয়েছে, চুক্তি ভেঙেছে।’
তিনি এর প্রমাণ হিসেবে ব্রাজিলের কথা জানান। তিনি জানান, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো মূলত ‘ট্রাম্পেরই একটি ক্লোন’। অন্যদিকে, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে ট্রাম্পের মিত্র হলো ‘একনায়কতন্ত্র, বিশ্বের সবচেয়ে প্রতিক্রিয়াশীল’ রাষ্ট্রগুলো।
তিনি জানান, আবদেল ফাত্তাহ আল সিসির অধীনে মিশরে সম্ভবত দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ স্বৈরশাসন চলছে। অন্যদিকে ইসরায়েলও এখন কট্টর ডানপন্থি রাষ্ট্র।
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী ভারতীয় ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে ধ্বংস করছেন, কাশ্মীরকে ভেঙে দিয়ে হিন্দু জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।’
চমস্কি জোর দিয়ে বলেছেন, ‘বর্তমানের তথাকথিত “শান্তি চুক্তিগুলো”র সঙ্গে শান্তির কোনো সম্পর্ক নেই। এটি ট্রাম্প পরিচালিত প্রতিক্রিয়াশীল আন্তর্জাতিক গোষ্ঠীর জন্য মধ্যপ্রাচ্যের একটি ভিত।’
চমস্কি আন্তর্জাতিক চুক্তি ও জলবায়ু পরিবর্তনের প্রতি ট্রাম্পের অবজ্ঞার কথা উল্লেখ করেন। জীবাশ্ম জ্বালানির কত বেশি ব্যবহার করা যায়, সেদিকে যুক্তরাষ্ট্র ‘প্রতিযোগিতা’ করছে। ‘পরিবেশ বিপর্যয়’ সত্ত্বেও ট্রাম্প প্রশাসন পরিস্থিতি আরও খারাপ করছেন বলে তিনি দাবি করেছেন।
চমস্কি বলেন, ‘বেশিরভাগ দেশ জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে অন্তত কিছু না কিছু হলেও করছে। হয়তো যতটা করা উচিত, ততটা না। ট্রাম্প বিশ্বের একমাত্র মানুষ যিনি এর বিপরীতে হাঁটছেন। যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে বের হয়ে এসেছে।’
চমস্কি জিজ্ঞাসা করেন, ‘আপনি কি মানব ইতিহাসে এমন কারো কথা ভাবতে পারেন, যিনি পৃথিবীতে সংগঠিত মানবজীবনের বেঁচে থাকার সম্ভাবনাগুলো কমানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন?’
ডোনাল্ড ট্রাম্পকে মানব ইতিহাসের “সবচেয়ে খারাপ অপরাধী” হিসেবে উল্লেখ করার পর তিনি হিটলার, স্ট্যালিন এবং মাও সেতুংয়ের চেয়েও নিকৃষ্ট কি না, জানতে চাইলে চমস্কি বলেন, ‘আমি ব্যক্তি ট্রাম্পের কথা বলছি না। আমি তার নীতিমালা সম্পর্কে বলছি। তার নীতিগুলো স্পষ্ট।’
চমস্কি আরও বলেন, ‘স্ট্যালিন দানব ছিলেন। কিন্তু, তিনি পৃথিবীতে সংগঠিতভাবে মানবজীবন ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাননি। এটা অ্যাডলফ হিটলারও করেননি।’
ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের একটি বিশ্লেষণী প্রতিবেদনের কথা উল্লেখ করেন নোয়াম চমস্কি।
তিনি বলেন, ‘রিপোর্টটিতে বলা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে থাকলে শতাব্দীর শেষদিকে বিশ্বের তাপমাত্রা বেড়ে প্রিইন্ডাস্ট্রিয়াল স্তরের চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস, সাত ডিগ্রি ফারেনহাইট বাড়বে। এটা স্পষ্টতই একটা বিপর্যয়। যে কোনো জলবায়ু বিজ্ঞানী আপনাকে তা বলবে। এ রিপোর্ট থেকে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে। আর সেটি হলো, আমাদের মোটরগাড়ি ও ট্রাক নিঃসরণের ওপর নিষেধাজ্ঞা রাখা উচিত না। কারণ, আমাদের বাধ্যবাধকতাকে সীমিত করা উচিত। আপনি কি মানব ইতিহাসে এটিকে অতিক্রম করতে পারে এমন কিছু খুঁজে পান?’
তিনি জানান, পৃথিবীর এমন কেউ নেই যে একই শিলার নিচে বাস করছে না। জীবাশ্ম জ্বালানির সর্বাধিক ব্যবহার ও বিধিনিষেধকে অবজ্ঞা করা সবাইকেই বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
এ ছাড়াও, ডোনাল্ড ট্রাম্পের ‘প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল পছন্দ না হলে অফিস না ছাড়া’র মন্তব্যেরও সমালোচনা করেন নোয়াম চমস্কি। মার্কিন গণতন্ত্রের ওপর একে ‘হুমকি’ বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন:
‘সহিংস’ বক্তব্যের কারণে ট্রাম্প সমর্থকদের গ্রুপ সরিয়ে ফেলেছে ফেসবুক
সমর্থকদের শান্ত থাকতে বললেন বাইডেন, ট্রাম্পের নিন্দায় রিপাবলিকানরাও
হোয়াইট হাউজের পথে বাইডেন, আইনি উপায় খুঁজছেন ট্রাম্প
ভাগ্য নির্ধারণে পেনসিলভেনিয়া, নেভাদা, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা ও আলাস্কা
আদালত নির্বাচনের ফল নির্ধারণে ভূমিকা রাখবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা
Comments