করোনায় আরও সজীব সুন্দরবন, বন্যপ্রাণীর দেখা কম

Sundarban

চলমান করোনা মহামারির কারণে সাত মাস বন্ধ রাখার পর সবার জন্যে সুন্দরবন খুলে দেওয়া হয় গত ১ নভেম্বর।দীর্ঘদিন বন্ধ থাকায় সুন্দরবনের কী ধরনের পরিবর্তন এসেছে তা দেখার জন্য উন্মুখ হয়ে ছিলাম। দ ১ নভেম্বর বিকেলে খুলনা থেকে রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশে।

Sundarban

ঠিক এক বছর আগে, ২০১৯ সালের নভেম্বর সুন্দরবনে গিয়েছিলাম। এক বছরের ব্যবধানে বনের বেশ কিছু পার্থক্যবেশ স্পষ্টভাবেই চোখে পড়ল।

Sundarban

আগের তুলনায় বন অনেক সজীব ও ঘন বলে মনে হলো।নতুন সবুজ পাতার চাদরে ঢাকা সুন্দরবনের এ দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। তবে হতাশ হতে হলো বন্যপ্রাণীর উপস্থিতি কম দেখে।

Sundarban

সাধারণত সুন্দরবনের খালগুলোয় বেশ কয়েক রকমের মাছরাঙা ও অনেক প্রজাতির পাখি দেখা যায়।  গত কয়েকবছরের তুলনায় এবার পাখির উপস্থিত ছিল অনেক কম

Sundarban

বন্যপ্রাণীর উপস্থিতিও বেশ কম দেখা গেল। সাধারণত কটকায় অনেক হরিণ দেখা যায়। এবার তাদের উপস্থিতিও অনেক কম। ভোদর, বন্য শুকর ও  বানরের দেখা পেলেও তা গতবারের তুলনায় অনেক কম ছিল।

Sundarban

খালগুলোতে সাধারণত অনেক ধরনের সাপ দেখা যায়। কিন্তু, এবার শুধু কিং কোবরার দেখা পেলাম।

Sundarban

করোনাকালে সামুদ্রিক ঝড় আম্ফানের তাণ্ডবে কটকার বনবিভাগের অফিস চত্বরে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েথাকতে দেখলাম। পুরোনো জেটিটিও আর নেই। এর খানিক দূরেই নতুন জেটি করা হয়েছে।

Sundarban

কটকার ওয়াচ টাওয়ারে যাওয়ার কাঁচা রাস্তাটি পাকা করাহয়েছে।  বন্যপ্রাণীর অবাধ চলাচলের জন্য এটি সমস্যা সৃষ্টিপারে বলে মনে হলো।

Sundarban

তবে, সুন্দরবনের খালগুলোয় মাছের সংখ্যা অন্যান্য সময়েরতুলনায় বেশি মনে হয়েছে।

Sundarban

সব মিলিয়ে দীর্ঘ বন্দিদশা শেষে সুন্দরবনের সজীবতায়প্রশান্তি পেলেও বন্যপ্রাণীর অনুপস্থিতি বেশ ভাবাচ্ছে। এ বিষয়ে সেখানে বন বিভাগের কয়েকজনের সঙ্গে কথা বলে কোনো সন্তোষজনক উত্তর পাইনি।

Sundarban

Sundarban

 

সাদ আব্দুল্লাহ, শিক্ষানবিশ আলোকচিত্রী

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

3h ago