মুন্সিগঞ্জে অজ্ঞাত যানের ধাক্কায় দাদি-নাতি নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়ার স্কুলগেট এলাকায় অজ্ঞাত যানের চাপায় দুই জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই জন হচ্ছেন— মীনা মল্লিক ও অচীন মল্লিক। তাদের বাড়ি সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশুর গ্রামে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার কর্মকর্তা উপ-পরিদর্শক মতিউল ইসলাম বলেন, ‘পুলিশ যানটি শনাক্ত করতে পারেনি। তবে, চেষ্টা চলছে। নিহত মীনা মল্লিক ও অচীন মল্লিক সম্পর্কে দাদি ও নাতি। স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
Comments