খুলনায় মদ ভেবে রাসায়নিক দ্রব্য পানে ২ জনের মৃত্যু
খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাব সংস্কারের সময় মদ ভেবে রাসায়নিক দ্রব্য পান করে পারভেজ বিশ্বাস (২৯) ও রফিকুল বিশ্বাস (৪০) নামে দুই রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শামীম (৩২) নামে আরও এক রং মিস্ত্রী আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পারভেজ খুলনার দৌলতপুর থানার পাবলা করিগর পাড়ার আবু তালেবের ছেলে। রফিকুল একই এলাকার রেজাউল করিমের ছেলে। আজ শুক্রবার ভোররাতে তাদের মৃত্যু হয়।
আজ শুক্রবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তিন জন গতকাল থেকে কলেজের ল্যাব ভবনে রংয়ের কাজ করেছে। কাজের ফাঁকে মদ ভেবে তারা ল্যাব থেকে একটি রাসায়নিক দ্রব্যের বোতল চুরি করে বাসায় নিয়ে যান। রাতে তারা ওই রাসায়নিক দ্রব্য পান করে অসুস্থ হয়ে পড়েন। পারভেজ ভোররাত ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। রাত ১টার দিকে বাড়িতেই রফিকুলের মৃত্যু হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুই জনের মরদেহ খুমেক মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ টিএম জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের সায়েন্স ভবন সংস্কারের কাজ পেয়েছেন দৌলতপুরের এক ঠিকাদার। শুধুমাত্র রংয়ের কাজ বাকি ছিল। আমরা নিজেরাও বিষয়টি খতিয়ে দেখছি।’
Comments