নারী নির্যাতনের অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নারী নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
BCL_Mahbub_Bbaria_6Nov20.jpg
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসাইন | ছবি: সংগৃহীত

নারী নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার ভিটিদাউদপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ৪ আগস্ট মাহবুবের বড় ভাই জাকির হোসেনের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে তার স্বামী, দেবর ও শাশুড়িসহ ছয় জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে রেহেনা আক্তার বলেন, ‘বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন আমার ওপর নির্যাতন শুরু করে। সম্প্রতি আমার স্বামী আলাদা ঘর নির্মাণ করার পরে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। আমাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর থেকে আমি বাবার বাড়িতে আছি।’

Comments

The Daily Star  | English
BNP call's hartal

BNP calls 48-hr blockade from Wednesday

BNP today announced a fresh 48-hour countrywide blockade from Wednesday morning

21m ago