জর্জিয়ায় ৯১৭ ভোটে এগিয়ে বাইডেন: এপি
ব্যাটেলগ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় খুবই সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বার্তা সংস্থা এপি জানায়, জর্জিয়ায় এখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনায় ট্রাম্প ও বাইডেন উভয়েই ৪৯ দশমিক চার শতাংশ করে ভোট পেয়েছেন।
প্রাথমিক ভোট গণনায় বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১টি ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪টি ভোট।
আরও পড়ুন:
‘সহিংস’ বক্তব্যের কারণে ট্রাম্প সমর্থকদের গ্রুপ সরিয়ে ফেলেছে ফেসবুক
সমর্থকদের শান্ত থাকতে বললেন বাইডেন, ট্রাম্পের নিন্দায় রিপাবলিকানরাও
হোয়াইট হাউজের পথে বাইডেন, আইনি উপায় খুঁজছেন ট্রাম্প
ভাগ্য নির্ধারণে পেনসিলভেনিয়া, নেভাদা, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা ও আলাস্কা
আদালত নির্বাচনের ফল নির্ধারণে ভূমিকা রাখবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা
Comments