সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীকে আবারও ধর্ষণের অভিযোগ
লালমনিরহাটে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরীকে আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে গতকাল রাতে পাট-গ্রাম থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরী।
আজ শুক্রবার পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ সকালে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। তার পরীক্ষা সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো রিপোর্ট পাওয়া যায়নি।’
অভিযুক্ত রবি মিয়া পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের বাসিন্দা।
মামলার সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার ওই কিশোরী একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কেরারটারী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে ৪ নভেম্বর সন্ধ্যায় তার বোন ও বোনের স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী রবি মিয়া তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে, কিন্তু অভিযুক্ত রবি পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরী।
ভুক্তভোগীর বোনের স্বামী জানান, তার শ্যালিকা পাটগ্রাম থানায় গিয়ে রবি মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে। একটি ঘটনায় সে মানসিকভাবে ভেঙে পড়ায় বোনের বাড়িতে বেড়াতে আসে। এখানে আবারও একই ঘটনা ঘটায় সে মানসিকভাবে আরও ভেঙে পড়েছে।
উল্লেখ্য গত ৯ অক্টোবর ট্রেনযোগে রংপুরের কাউনিয়া যাওয়ার পথে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা স্টেশনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই কিশোরী। পরে, একইদিনে ইউনিয়ন পরিষদ সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়।
Comments