সাভারে কয়েক প্রজাতির ৭ শতাধিক পাখি উদ্ধার, ৪ জনের কারাদণ্ড

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট (ডব্লিউসিসিইউ) ও র‌্যাবের অভিযানে সাভারে কয়েক প্রজাতির ৭১০টি পাখি উদ্ধার করা হয়েছে। এগুলো সংরক্ষণের সঙ্গে জড়িত চার জনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ছবি ফেসবুক থেকে নেওয়া

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট (ডব্লিউসিসিইউ) ও র‌্যাবের অভিযানে সাভারে কয়েক প্রজাতির ৭১০টি পাখি উদ্ধার করা হয়েছে। এগুলো সংরক্ষণের সঙ্গে জড়িত চার জনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে‌ বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিকের নের্তৃত্বে সাভারের ইটখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।

অসীম মল্লিক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণে সকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিট্রেট মো. সারোয়ার আলমের উপস্থিতিতে সাভারের ইটখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি গোডাওন থেকে বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে ২২০টি মুনিয়া, ৯০টি টিয়া এবং ৪০০ ঘুঘু উদ্ধার করা হয়।’

অসীম মল্লিক আরও বলেন, ‘অভিযানে বন্যপাখি সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত ওসামান গনী (৩৫), রফিকুল (৭০), চানমিয়া (২৮), রহমত (৭৮) এই চার জনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে বিনাশ্রম এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট।’

পাখিগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবমুক্ত করা হয়েছে বলেও জানান অসীম মল্লিক।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

44m ago