পেনসেলভেনিয়ায় ট্রাম্পকে পেছনে ফেললেন বাইডেন

পেনসেলভেনিয়ার ভোট গণনার সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের থেকে পাঁচ হাজার ৫৮৭ ভোটে এগিয়ে গেছেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
Joe Biden.jpg
জো বাইডেন। ছবি: রয়টার্স ফাইল ফটো

পেনসেলভেনিয়ার ভোট গণনার সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের থেকে পাঁচ হাজার ৫৮৭ ভোটে এগিয়ে গেছেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৯৫ হাজার ৩১৯ ভোট, আর ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ৭২৫ ভোট।

২০টি ইলেকটোরাল ভোটের এ রাজ্যের আর দেড় লাখের মতো ভোট গণনার অপেক্ষায় আছে বলে জানা গেছে।

বাইডেন হোয়াইট হাউজের আরও কাছাকাছি চলে গেলেন।

পেনসেলভেনিয়া ছাড়াও বাইডেন বর্তমানে জর্জিয়া ও নেভাদাতে এগিয়ে আছেন।

আরও পড়ুন:

‘ব্যর্থতার দায় রিপাবলিকানদের “দুর্বল” সমর্থন’

ফিলাডেলফিয়ায় ভোট গণনা কেন্দ্রে হামলার পরিকল্পনা, তদন্তে নেমেছে পুলিশ

জর্জিয়া ও পেনসেলভেনিয়াতে হারলে ট্রাম্পের সম্ভাবনা শেষ

২৪ ঘণ্টায় ট্রাম্পের ১৬ টুইট, ৭টিই ‘বিভ্রান্তিকর’

ফিলাডেলফিয়ার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ

জর্জিয়ায় ৯১৭ ভোটে এগিয়ে বাইডেন: এপি

‘মিথ্যা’ দাবি, ট্রাম্পের সংবাদ সম্প্রচার বন্ধ করে দিলো ৩ টিভি চ্যানেল

‘সহিংস’ বক্তব্যের কারণে ট্রাম্প সমর্থকদের গ্রুপ সরিয়ে ফেলেছে ফেসবুক

হোয়াইট হাউসের আরও কাছে বাইডেন

Comments