আইপিএলে টানা ব্যর্থতার পরও কেন কোহলি অধিনায়ক, প্রশ্ন গম্ভীরের

গম্ভীর প্রশ্ন তুলেছেন, টানা এই ব্যর্থতার পরও আর কোন খেলোয়াড়কে তবু অধিনায়ক রাখা হতো?
virat kohli and gautam gambhir
ফাইল ছবি: সংগ্রহ

আইপিএলের আরও এক আসরে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরু থেকেই খেলা ফ্র্যাঞ্চাইজিটি এবারও দেখা পাচ্ছে না প্রথম শিরোপার। ১৩ আসরের মধ্যে ৮বারই দলকে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলির অধিনায়কত্ব তাই পড়েছে প্রশ্নের মধ্যে। সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর প্রশ্ন তুলেছেন, টানা এই ব্যর্থতার পরও আর কোন খেলোয়াড়কে তবু অধিনায়ক রাখা হতো? 

শুক্রবার সানরাইজার্স হায়দরবাদের কাছে এলিমিনেটর ম্যাচে ৬ উইকেটে হেরে বিদায় নেয় বেঙ্গালুরু। প্রতিবারই নামীদামী তারকা ভিড়িয়ে সাফল্যের পেছনে ছুটে হতাশাই অর্জন হয় তাদের। ব্যতিক্রম হয়নি এবারও। এবার এক পর্যায়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার খেলার আশা তৈরি করলেও গুরুত্বপূর্ণ সময়ে শেষ পাঁচ ম্যাচ হেরে বিদায় নেয় তারা। 

ক্রিকেটওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর আলোচনায় যোগ দিয়ে গম্ভীর বলেন, এই ব্যর্থতার জন্য অধিনায়ককে জবাবদিহি করা উচিত, বদল আনা দরকার দলটির নেতৃত্বে, ‘শতভাগ (অধিনায়কত্বের বদল দরকার)। কারণ সমস্যা হচ্ছে জবাবদিহিতার। ৮ বছর ধরে ব্যর্থ। ৮ বছর অনেক লম্বা সময়। আমাকে আরও একজন অধিনায়ক দেখান, অধিনায়ক না কেবল একজন খেলোয়াড় দেখান যিনি ৮ বছর এক দলে খেলেও শিরোপা জেতেননি এবং তবু খেলেই চলেছেন। কাজেই অধিনায়ককে জবাবদিহি করতে হবে।’

‘ঠিক মনে নেই ২০১৬ নাকি ২০১৭ মৌসুমে তারা ৪৯ রানেও গুটিয়ে গিয়েছিল। কেবল এক ম্যাচ জিতেছিল ওই মৌসুমে। বিরাট কোহলির বিরুদ্ধে আমার কিছু নেই। কিন্তু কেউ একজনকে তো এগিয়ে আসতে হবে, বলতে হবে হ্যাঁ, আমি দায় নিচ্ছি।’

২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা পাইয়ে দেওয়া অধিনায়ক গম্ভীর মনে করেন, অধিনায়ক হিসেবে কোহলি পেয়ে গেছেন অনেক বেশি সুযোগ, ‘আপনি রবীচন্দ্রন অশ্বিনকে দেখেন। দুই বছর অধিনায়কত্ব করেছে, সাফল্য পায়নি। তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এমএস ধোনি নিয়ে কথা বলি, রোহিত শর্মা নিয়ে কথা বলি, সঙ্গে বিরাট কোহলির নামও বলি। তারা কিন্তু এক না। এমএস ধোনি আইপিএলে তিনটা শিরোপা জিতেছে, রোহিত চারটা শিরোপা জিতেছে। এই কারণেই লম্বা সময় ধরে তারা অধিনায়ক। আমি নিশ্চিত রোহিত শর্মা যদি ৮  বছর ধরে সাফল্য না পেত তাকে সরিয়ে দেওয়া হতো। জবাবদিহিতা উপর থেকে আসতে হবে। সাপোর্ট স্টাফ বা ম্যানেজমেন্ট থেকে নয়। নেতৃত্ব থেকে।’

গম্ভীরের সঙ্গে কিছুটা দ্বিমত করে সঞ্জয় মাঞ্জরেকার বলেন, মূলত অধিনায়ক নয় ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারদের বদল দরকার। কারণ অধিনায়ক ঠিক করেন তারা, দল তৈরিতেও ভূমিকা থাকে তাদের।

মাঞ্জরেকাররা থামিয়ে গম্ভীর ব্যাখ্যা করেন,  কেন জাতীয় দল থেকে ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব, ‘জাতীয় দলে সে তো জাসপ্রিট বোমরাহকে পাচ্ছে, লোকেশ রাহুলকে পাচ্ছে, সবাইকে পাচ্ছে, মোহাম্মদ শামিকে পাচ্ছে। সাফল্য পাওয়া সহজ হচ্ছে।  কাজেই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব আলাদা।’

Comments

The Daily Star  | English

Mozammel, Shyamal, Shahriar on 7-day remand in murder cases

Dhaka Additional Chief Metropolitan Magistrate Md Sanaullah passed the orders after they were produced before the court in the morning with a 10-day remand prayer for them

1h ago