নারায়ণগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সদর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত থেকে আজ ভোর পর্যন্ত ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় বসবাস করেন। তার স্বামী অভিমান করে ছেলেকে নিয়ে বাসা থেকে চলে যান। দুই দিন না ফেরায় বৃহস্পতিবার রাতে তিনি স্বামী-সন্তানের খোঁজে বের হন। মুসলিমনগর এলাকায় পৌঁছালে চার জন তাকে জোর করে একটি নির্জন স্থানে তুলে নিয়ে যান। তাদের মধ্যে তিন জন তাকে ধর্ষণ করেন এবং এক জন সহযোগিতা করেন। ঘটনাটি গোপন না রাখলে তাকে হত্যা করা হবে হুমকিও দেন দুর্বৃত্তরা।’
‘শুক্রবার রাতে ভুক্তভোগী নারী থানায় তিন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় এক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল টেস্টের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে’— বলেন আসলাম হোসেন।
Comments