উজবেকিস্তানে প্রথমবারের মতো খুললো বাংলাদেশের শ্রম বাজার

Expat_7Nov20.jpg
স্টার ফাইল ছবি

মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে প্রথমবারের মতো খুললো বাংলাদেশের শ্রম বাজার। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ২৩৯ জন শ্রমিক নিয়ে উজবেকিস্তান এয়ারের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম জানিয়েছেন, দক্ষ কর্মী রপ্তানির এই প্রক্রিয়ায় চারটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মোট ৮৮৮ জন কর্মী পর পর তিনটি বিশেষ ফ্লাইটে উজবেকিস্তান যাবে। বাংলাদশি কর্মীরা উহবেকিস্তানের রাজধানী তাসকন্দ থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে কারশিতে ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করবেন।

বৈদেশিক শ্রম বাজার বিশেষজ্ঞরা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে উজবেকিস্তানে দক্ষ কর্মী রপ্তানির নতুন বাজারকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, দক্ষ শ্রমিক রপ্তানি বাংলাদেশের অর্থনীতিতে নতুন বার্তা নিয়ে আসবে।

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago