মা ইলিশ সংরক্ষণে ৮ বিভাগে ১৯ হাজার অভিযান
মা ইলিশ সংরক্ষণে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগে দুই হাজার ৬টি ভ্রাম্যমাণ আদালত ও ১৯ হাজার ৮১৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
মৎস্য অধিদপ্তরে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদন অনুযায়ী, ২২ দিনের অভিযানে ১২ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ছয় শ মিটার কারেন্ট জাল এবং দুই হাজার ৬৮৫টি অন্যান্য অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ২৪৩ কোটি ৩৬ লাখ চার হাজার টাকা। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় পাঁচ হাজার ৫৩৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯০ লাখ ৮৩ হাজার ছয় শ টাকা জরিমানা করা হয়েছে। মামলা হয়েছে ছয় হাজার ৯০৪টি। অবৈধভাবে শিকার করা ৪৫ দশমিক ৪১ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। নৌকা ও জাল নিলামে সরকারের আয় হয়েছে ১৯ লাখ ৮৭ হাজার টাকা।
গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ শিকার নিষিদ্ধ করেছিল সরকার। এ সময় ইলিশ শিকার, পরিবহন, বাজারজাতকরণ, কেনা-বেচা, মজুদ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ।
Comments