করোনাভাইরাস

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্ত ১২৮৯, সুস্থ ১৫৪১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো ৬ হাজার ৪৯ জন। নতুন করে আরও ১ হাজার ২৮৯ জনের করে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ১৮ হাজার ৭৬৪ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো ৬ হাজার ৪৯ জন। নতুন করে আরও ১ হাজার ২৮৯ জনের করে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ১৮ হাজার ৭৬৪ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিদিনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২৮৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪১৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ২৯ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ ১১ জান এবং নারী দুজন। এখন পর্যন্ত মোট ৪ হাজার ৬৫৭ জন পুরুশ এবং এক হাজার ৩৯২ জন নারী করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জনে। মোট সুস্থতার হার ৮০.৩৭ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago