সময়ের অভাব-ফিটনেস ঘাটতি

ফুটবলারদের শতভাগ দেওয়ার আহ্বান সালাহউদ্দিনের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলনের একটি সেশনে হাজির হন সালাহউদ্দিন। তার সঙ্গে ছিলেন দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের আরও কয়েকজন।
kazi salahuddin
ছবি: ফিরোজ আহমেদ

প্রস্তুতির জন্য মেলেনি পর্যাপ্ত সময়। ঘাটতি রয়েছে ফিটনেসে। খেলোয়াড়দের হালচাল দেখতে যাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিনের পর্যবেক্ষণে ধরা পড়ল এসব। তবে প্রতিবন্ধকতা সত্ত্বেও নেপালের বিপক্ষে সবাইকে শতভাগ উজাড় করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলনের একটি সেশনে হাজির হন সালাহউদ্দিন। তার সঙ্গে ছিলেন দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের আরও কয়েকজন। ফিটনেস অনুশীলন শেষে এদিন থেকেই শুরু হয়েছে কৌশল নিয়ে ছক কষা। নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে জেমি ডের শিষ্যরা।

খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের মুখোমুখি হন সালাহউদ্দিন। কী পরামর্শ দিয়েছেন জানতে চাইলে বলেন, ‘খুবই সাধারণ কথা। তোমাদের শতভাগ দাও। তোমরা এটাই করতে পারো।’

bangladesh football
ছবি: ফিরোজ আহমেদ

কিছুদিন আগে টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হওয়া সাবেক এই তারকা ফুটবলার যোগ করেন, ‘অনুশীলন ভালো হচ্ছে। আরও সময় পেলে... সময়ের অভাব। পরিকল্পনা আছে। তবে ফিটনেসে এখনও ঘাটতি আছে। ফিটনেস ঘাটতি থাকারও কথা। কারণ, সাত মাস যদি ফুটবল না খেলেন, তাহলে সেটা পূরণ করতে আরও ছয় মাস লাগবে।’

নেপালকে সমীহ করার বার্তা দিলেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, ‘প্রতিপক্ষ দলকে সবসময় আমরা শক্তিশালী মনে করি। নেপালের বিপক্ষে ইদানিংকার অনেক খেলায় আমাদের হার-জিত (দুটোই) আছে। আমার দৃঢ় বিশ্বাস, তারা ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। তবে মাঠেই দুই দলের শক্তি পরীক্ষা হবে।’

আসন্ন ম্যাচগুলো দিয়ে ফের দেশের ফুটবলে গতি আনার আশাবাদও জানান তিনি, ‘নির্বাচনের পর ফুটবল বিষয়ক কার্যক্রম শুরু করার জন্য, ফুটবলকে মাঠে নিয়ে আসার জন্য করোনাভাইরাস মহামারির মধ্যেও সরকারের অনুমতি সাপেক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আমরা চেয়েছি নেপালের সঙ্গে খেলতে।’

bangladesh football
ছবি: ফিরোজ আহমেদ

ইতিবাচক ফলের জন্য সকলের সমর্থন চেয়ে নাবিল যোগ করেন, ‘দেশবাসীর কাছে দোয়া চাইছি যেন ১৩ ও ১৭ নভেম্বরের ফল সকলের জন্য আশানুরূপ হয়। আমার দৃঢ় বিশ্বাস, এর মাধ্যমে পরবর্তীতে আমরা বিভিন্ন কার্যক্রমের দিকে যাব। আমাদের ফুটবল ক্রমেই শক্তিশালী হয়ে উঠবে।’

আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ। খেলাগুলোর ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

গত বৃহস্পতিবার বাংলাদেশে পা রাখার পর বাফুফের তত্ত্বাবধানে নেপালের স্কোয়াডের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছিল। ২৫ খেলোয়াড়ের সবার ফল নেগেটিভ এসেছে। তিন দিনের কোয়ারেন্টিন শেষে আগামীকাল রবিবার থেকে তারা অনুশীলন শুরু করবে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now