২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাবির ‘ঘ’ ও ‘চ’ ইউনিট থাকছে না
আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকছে না। কেবলমাত্র ক, খ ও গ ইউনিটে (বিজ্ঞান, কলা ও ব্যবসা) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আজ রোববার দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিনস কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হলেও আমি তাতে দ্বিমত করেছি।
ডিনস কমিটির মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে ক, খ ও গ ইউনিটের অধীনে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সংখ্যা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
Comments