ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশে ভারতে আরও ৪৫ হাজার ৬৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ অতিক্রম করেছে।
আজ রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
ভারতের সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার শুক্রবারের চেয়ে ৯ শতাংশ কমেছে। গত শুক্রবারে দেশটিতে প্রায় ৫০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে। নতুন করে আরও ৫৫৯ জন মারা গেছেন। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৬ হাজার ১২১ জন।
এনডিটিভি জানায়, ভারতে এ পর্যন্ত ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
Comments