নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানার চুল্লি মেরামত করতে গিয়ে দগ্ধ ৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় চুল্লি মেরামত করতে গিয়ে পাঁচ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
Narayanganj.jpg
বসুন্ধরা সিমেন্ট কারখানার মুল ফটক। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় চুল্লি মেরামত করতে গিয়ে পাঁচ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানায় ওই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, চুল্লির ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান সোহাগ (২৭), ফায়ারম্যান আবুল কালাম আজাদ (২৮), মোহাম্মদ রাহাত (২৮), মো. দেওয়ান আলী (৫০) ও সহকারী মাসুদ রানা (২২)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুর দেড়টার দিকে আমরা খবর পাই বসুন্ধরা সিমেন্ট কারখানায় পাঁচ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। এ কারখানায় চুল্লির কয়লাগুলো একটি স্থানে জমা হয়ে তাপ উৎপন্ন করে। সেখানে মেরামতের কাজ করছিলেন শ্রমিকেরা। ওইসময় শ্রমিকেরা চুল্লির ঢাকনা খুলে ফেললে পাঁচ জন দগ্ধ হন। পরে তাদের তাৎক্ষণিক উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে তদন্ত চলছে।’

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাইদুজ্জামান সোহাগের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। অন্য চার জনের সাত শতাংশ করে পুড়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কারও অবস্থা আশঙ্কাজনক নয়।’ 

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

27m ago