'মাঠে নামার আগেই মারা গিয়েছিলেন হেরেরা'

ছবি: সংগৃহীত

রেনের বিপক্ষে মাঠে নামার আগেই আর্তনাদ শোনা গিয়েছিলেন পিএসজি কোচ টমাস টুখেলের। একাদশ নামাতেই হিমশিম খাচ্ছিলেন তিনি। খেলার মতো যারা ছিলেন তারাও শতভাগ ফিট ছিলেন না, পুরো ম্যাচ খেলার মতো তো নয়ই। তবে শেষ পর্যন্ত রেনেসের বিপক্ষে শিষ্যরা ভালো একটি জয় উপহার দিয়েছে তাকে। কিন্তু এরজন্য বড় ঝুঁকি নিয়েছেন অনেক খেলোয়াড়ই। কেমন ঝুঁকি নিয়েছেন তা জানাতে এ কোচ এন্দের হেরেরার উদাহরণ টেনে বললেন, 'মাঠে নামার আগেই মারা গিয়েছিলেন এন্দের।'

নেইমার ও কিলিয়ান এমবাপেসহ স্কোয়াডের ৯ জন খেলোয়াড় ইনজুরিতে। সমস্যা ছিল হেরেরা ও লিয়েন্দ্রো পারাদেসেরও। কিন্তু এ ম্যাচে খেলার ঝুঁকিটা নিয়েছেন তারা। তাদের নিবেদনে উচ্ছ্বসিত হয়ে কোচ বললেন, 'মাঠে নামার আগেই মারা গিয়েছিলেন এন্দের। সে ড্রেসিং রুমেই মারা গিয়েছিল। সে আজ যা করেছে তা অবিশ্বাস্য। একই জিনিস লিয়েন্দ্রো পারাদেসের ক্ষেত্রেও।'

এরপরই তার এমন মন্তব্যের ব্যাখ্যা করেন টুখেল, 'আমরা ঝুঁকি নিয়েছিলাম। শুরুতে আমরা আশা করেছিলাম সে (হেরেরা) যেন এক ঘণ্টা খেলতে পারে। কিন্তু তাকে এদিন পুরো ম্যাচ খেলানোটা খুবই জরুরী হয়ে পড়ে। আমরা রেনের দারুণ একটি দলের বিপক্ষে খেলেছি। তবে আমরা দারুণ মানসিকতা ও সম্মিলিত প্রচেষ্টা দেখিয়েছি। এটা অসাধারণ একটি জয়।'

আগের দিন রেনের সঙ্গে জোড়াতালি দেওয়া একাদশ নামিয়ে ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে পিএসজি। তবে চোটের অভিশাপ আরও বেড়েছে তাদের। আরও তিন জন খেলোয়াড় রেনের বিপক্ষে চোটে পড়েছেন। ময়েজ কিন, থিলো কেহরার ও ইদ্রিস গায়ে যুক্ত হলেন আগের নয় জনের সঙ্গে। সবমিলিয়ে ১২ জন খেলোয়াড় এখন ইনজুরিতে মাঠের বাইরে দলটির।

তবে তাদের ইনজুরি গুরুতর নয় বলে আশা করছেন টুখেল, 'ম্যাচ শুরুর আগেই ময়েজ কিনের ভালো সমস্যা হচ্ছিল এবং আগেই তার ব্যথা লেগেছে। আমরা তাকে প্রচুর এবং শারীরিকভাবে ব্যবহার করেছি। আমি আশা করি তার ইনজুরি বেশি গুরুতর নয়। ইদ্রিস গায়ে হ্যামস্ট্রিং নিয়ে আবারও ভুগছেন আর থিলো কেহেরারের কুঁচকির আঘাত। আলেসান্দ্রো ফ্লোরেনজি আহত নয়, সে খুব ক্লান্ত ছিল।'

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualifies for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

15m ago