চট্টগ্রামে মাদক ও কোটি টাকাসহ রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রামে মাদক বিক্রির নগদ এক কোটি ১৭ লাখ টাকা এবং পাঁচ হাজার তিন শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। গতকাল রোববার দিনগত রাত ১টার দিকে মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই জন হলেন— শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮)।
র্যাব কর্মকর্তারা জানান, তাদের কাছ থেকে নকল জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। সেটি ব্যবহার করেই তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন।
র্যাব-৭’র চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার আলী আশরাফ তুষার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভাড়া বাসাতেই এ দম্পতি মাদক বিক্রি করতেন। কক্সবাজার থেকে তারা এগুলো চট্টগ্রামে এনে বিক্রি করতেন।’
র্যাব কর্মকর্তারা জানান, গতকাল দিনরাত ১টার দিকে অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। সেসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার তিন শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেগুলো ফ্ল্যাটটির একটি গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল। র্যাবকে দেখে তারা নিজেদের রক্ষ করতে ফ্ল্যাটের জানালা দিয়ে টাকা ফেলে দিচ্ছি। কিন্তু, বিষয়টি র্যাবের নজরে আসে এবং পরে তাদের কাছ থেকে নগদ এক কোটি ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে এই দম্পতি জানান, ২০০৮ সালে তারা মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। এরপর থেকেই তারা মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এক থেকে দুই মাস থেকে আবার অন্য ফ্ল্যাটে চলে যেতেন। যাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের খোঁজ না পায়।
র্যাব জানান, এই দম্পতিকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Comments