রায়হান হত্যা: এসআই আকবর আটক
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা রায়হান আহমদ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি ওই ফাঁড়ির ইনচার্জ ও বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুইয়াকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রাসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আবদুল করিম।
গত ১১ অক্টোবর ভোরে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে ওইদিন সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।
আরও পড়ুন:
আকবরনামা: এক অসৎ পুলিশের আখ্যান
পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা
রায়হান হত্যা: সিসি ক্যামেরার ফুটেজে গণপিটুনির প্রমাণ নেই
রায়হান হত্যা: দ্বিতীয় ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন হস্তান্তর
রায়হান হত্যা: গ্রেপ্তার পুলিশ কনস্টেবল ৫ দিনের রিমান্ডে
রায়হান হত্যায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
রায়হান হত্যা: পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি গঠন
Comments