বাণিজ্যিক সংগঠন ও প্রতিষ্ঠানে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্য মন্ত্রণালয়
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সব বাণিজ্যিক সংগঠন ও প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার দ্বিতীয় পর্যায়ের বিস্তার রোধে অন্যান্য উদ্যোগের পাশাপাশি সব বাণিজ্যিক সংগঠন ও প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। এ ছাড়াও, সংগঠন ও প্রতিষ্ঠানের অধীনস্থ সকল এসোসিয়েশন, জেলা ও উপজেলা চেম্বার, যৌথ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস, সমিতি, ফাউন্ডেশন, গ্রুপ ও ফোরামে কর্মরত সদস্য ও কর্মকর্তা-কর্মচারির মাস্ক পরা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার অনুরোধ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে গত ১ নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছিল বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
Comments