ফাইজার, বায়োএনটেকের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর
নভেল করোনাভাইরাস প্রতিরোধে নিজেদের তৈরি ভ্যাকসিনকে ৯০ শতাংশের ওপর কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ও এর জার্মান পার্টনার বায়োএনটেক। বিশ্বজুড়ে চলমান মহামারির বিরুদ্ধে লড়াইয়ে অল্প যে কয়েকটি ভ্যাকসিন আশার আলো দেখাচ্ছে তার সঙ্গে যুক্ত হলো এই ভ্যাকসিনটি।
প্রতিষ্ঠানদুটি সোমবার যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ হননি। এছাড়া বড় আকারে ট্রায়ালের পূর্ণাঙ্গ ফল প্রকাশ হয়েছে একমাত্র এই ভ্যাকসিনটিরই। তবে ভ্যাকসিনটির কার্যকারিতা কতদিন স্থায়ী হবে সে ব্যাপারে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।
জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রতিষ্ঠানদুটি এ মাসেই যুক্তরাষ্ট্র সরকারের কাছে অনুমোদন চাইবে। ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বৌরলা বলেছেন, এমন সময় আমরা এই মাইলফলক অর্জন করলাম যখন বিশ্বজুড়ে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড তৈরি হচ্ছে।
১৬ থেকে ৮৫ বছর বয়সীদের জন্য ভ্যাকসিনটি ব্যবহারে যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি চাইবে ফাইজার। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভ্যাকসিন অনুমোদনের জন্য অন্তত দুই মাসের ট্রায়ালের তথ্য থাকতে হয় যাতে সেটি নিরাপদ বলে প্রমাণ হয়।
Comments