ফের বিধ্বংসী তানজিদ, কম গেলেন না আকবরও
এক দিনের ম্যাচের পর টি-টোয়েন্টি ম্যাচেও ঝড় তুললেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। পাঁচে নেমে বিধ্বংসী হয়ে উঠলেন আকবর হোসেন। ব্যাট হাতে তাদের আগ্রাসন টিম ‘বি’কে পাইয়ে দিলো বিশাল জয়।
মঙ্গলবার অনুশীলনের অংশ হিসেবে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্পের ক্রিকেটাররা।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে নজর কাড়েন জয়ী দলের তিন পেসার শাহিন আলম, রেজাউর রহমান রাজা ও মুকিদুল ইসলাম। টিম ‘এ’র অধিনায়ক আফিফ হোসেন বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে হতাশ করেন।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ গড়ে টিম ‘বি’। ৬ চার ও ৫ ছক্কায় ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তানজিদ। আকবর ২ চার ও ৪ ছক্কায় করেন ২০ বলে ৪৭ রান। তাদের আগ্রাসী ব্যাটিংয়ের বিপরীতে আফিফ ৪ ওভারে মাত্র ২৩ রানে পান ৩ উইকেট।
জবাবে পুরোপুরি হতাশ করেন টিম ‘এ’র ব্যাটসম্যানরা। তারা ১৭ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে। প্রথম দফায় শূন্য রানে আউট হয়ে দ্বিতীয়বারে ২২ বলে ২৮ রান করা নাঈম শেখের ইনিংসই সর্বোচ্চ। রেজাউর ৩টি আর শাহিন ও মুকিদুল ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
টিম ‘বি’: ২০ ওভারে ১৯৪/৬ (তানজিদ ৭৩, পারভেজ ৩১, মাহমুদুল ৮, হৃদয় ১, আকবর ৪৭, শামীম ১১, রিশাদ ১৭*, মুরাদ ১*; সুমন ০/২৩, শফিকুল ২/৪৫, আফিফ ৩/২৩, নোমান ০/২৬, তানভির ১/৩১, রকিবুল ০/২৪, শাহাদাত ০/২০)।
টিম ‘এ’: ১৭ ওভারে ৯৪ (নাঈম ০, শাহাদাত ১৮, মাহিদুল ৬, আফিফ ১, মৃত্যুঞ্জয় ২, নাঈম ২৮, রকিবুল ৬, সুমন ১৩, তানভির ৭, শফিকুল ০, নোমান ১*; শাহিন ২/২০, মুকিদুল ২/১২, রেজাউর ৩/২১, শামীম ০/১৬, রিশাদ ২/১০, মুরাদ ০/১৯)।
ফল: টিম ‘বি’ ১০০ রানে জয়ী।
Comments