কাদিরের ঘূর্নির পর শফিক, খুশদিলের ব্যাটে জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ

রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে

আরও একবার আগে ব্যাট করল জিম্বাবুয়ে, পেল না জুতসই পূঁজি। আবারও তাদের কাবু করলেন লেগ স্পিনার উসমান কাদির।  সফরকারীদের মামুলি সংগ্রহ তাই সহজেই উড়ে গেছে আব্দুল্লাহ শফিক, খুশদিল শাহর ঝড়ে।

রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। জিম্বাবুয়ের করা ১২৯ রান ২৮ বল আগে পেরিয়ে যায় বাবর আজমের দল। জিম্বাবুয়েকে আটকে দিতে মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়েছেন কাদির। 

১৩০ রানের লক্ষ্যে আব্দুল্লাহ শফিককে নিয়ে ওপেন করতে নামেন ফখর জামান। আগের দুই ম্যাচ রান না পাওয়া ফখর এবার থিতু হয়েছিলেন। কিন্তু ২৪ বলে ২১ করে ওয়ালিংটন মাসাকাদজার বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। শফিকের ঝড় চলতেই থাকে। আরেক প্রান্তে ২০ বলে ২৭ করে আউট হন আগের ম্যাচের হিরো হায়দার আলি।

এই ম্যাচে অধিনায়ক বাবর আর ব্যাট করতে আসেননি। তার বদলে খুশদিল শাহ প্রমোশন পেয়ে শুরু করেন তাণ্ডব। মাত্র ১৫ বলে ৩ চার ৩ ছক্কায় করে ফেলেন ৩৬। শফিক অপরাজিত ছিলেন ৩৩ বলে ৪১ রান করে।

এর আগে টস জিতে ব্যাটিং বেছে নিয়ে ফের ব্যর্থ জিম্বাবুয়ের টপ অর্ডার। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেবল অধিনায়ক চামু চিবাবা পেরিয়েছেন দুই অঙ্কে। তার ২৮ বলে ৩১ রানই দলের সর্বোচ্চ। শেষ দিকে ডোলান্ড টিরিপানো ২২ বলে ২৮ করলে তিন অঙ্ক ছাড়ায় সফরকারীদের পুঁজি। তবে তা একেবারেই যথেষ্ট ছিল না ছন্দে থাকা পাকিস্তানিদের কাছে।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

29m ago