‘সাদা বলে রোহিতকে অধিনায়ক না বানালে ভারতেরই ক্ষতি’

rohit and kohli
ছবি: টুইটার

সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রোহিত শর্মার। তা অবশ্য ব্যাক-আপ হিসেবে। সব সংস্করণের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতেই কেবল দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু দলটির সাবেক তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীর মনে করছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্ব পাকাপাকিভাবে বুঝিয়ে দেওয়া উচিত রোহিতকে। অন্যথায় বিষয়টি হবে ‘লজ্জাজনক’।

মঙ্গলবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতার সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটির সবগুলো শিরোপা এসেছে রোহিতের অধিনায়কত্বে। তা-ও আবার মাত্র আট বছরের মধ্যে! দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির ছুঁড়ে দেওয়া ১৫৭ রানের লক্ষ্য রোহিতের ফিফটিতে ৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে মুম্বাই। ৫১ বলে ৫ চার ও ৪ ছক্কায় এই ডানহাতি ব্যাটসম্যান করেন ৬৮ রান।

মুম্বাইয়ের শিরোপা জয়ের পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক আয়োজনে গম্ভীর বলেছেন, সাদা বলে রোহিতকে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে বিবেচনা না করাটা হবে ভারতের ক্রিকেটের জন্য ‘দুর্ভাগ্য’স্বরূপ, ‘যদি রোহিত অধিনায়ক না হয়, তাহলে ভারতেরই ক্ষতি। তার নিজের কোনো ক্ষতি নেই। হ্যাঁ, একজন অধিনায়ক ততটাই ভালো, যতটা ভালো তার দল। আমি এতে একমত। কিন্তু কেবল অধিনায়ক হিসেবে একজন ভালো না মন্দ, তা যাচাই করার মাপকাঠিগুলো কী? রোহিত তার দলকে পাঁচবার আইপিএলের শিরোপা জিতিয়েছে।’

virat kohli and gautam gambhir
ফাইল ছবি: সংগ্রহ

কিছুদিন আগেই কোহলির নেতৃত্বের সমালোচনায় মুখর হয়েছিলেন গম্ভীর। কারণও রয়েছে বেশ কিছু! আট বছর ধরে দলনেতার দায়িত্ব পালন করলেও একবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএলের শিরোপা জেতাতে পারেননি তিনি। তার অধীনে দলটি প্লে-অফেই নাম লেখাতে পেরেছে মাত্র তিনবার। তারকাখচিত স্কোয়াড নিয়ে সদ্য সমাপ্ত আসরে বেঙ্গালুরু ছিটকে যায় এলিমিনেটর থেকে। এমনকি শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছিল তারা।

সার্বিক বিবেচনায় সামনে তাকিয়ে রোহিতকেই নেতা হিসেবে পছন্দ বিশ্বকাপজয়ী গম্ভীরের, ‘আমরা মহেন্দ্র সিং ধোনিকে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক বলি। কেন? কারণ, সে বিশ্বকাপ ও তিনটি আইপিএল জিতিয়েছে। রোহিত পাঁচটি আইপিএল জিতেছে। সে প্রতিযোগিতাটির ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। ভবিষ্যতে সে যদি ভারতের সাদা বলের কিংবা অন্তত টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব না পায়, তবে এটা হবে লজ্জার। কারণ, তার এর চেয়ে বেশি কিছু করে দেখানোর নেই।’

কোহলির নেতৃত্বকে ‘দুর্বল’ তকমা দিচ্ছেন না কলকাতা নাইট রাইডার্সকে ২০১২ ও ২০১৪ সালে অধিনায়ক হিসেবে আইপিএল জেতানো গম্ভীর। টেস্টের দলনেতা হিসেবে তাকে দেখতে চাইলেও সীমিত ওভারের ক্রিকেটে রোহিতই সবচেয়ে উপযুক্ত, ‘কেউই পিছিয়ে নেই। তবে সাদা বলের ক্রিকেটে রোহিত দেখিয়েছে, তার ও কোহলির অধিনায়কত্বের মধ্যে কতটা পার্থক্য। একজন দলকে পাঁচবার শিরোপা জিতিয়েছে। আরেকজন একবারও না। আমি বলছি না যে, কোহলির নেতৃত্ব দুর্বল। কিন্তু সে আর রোহিত একই প্লাটফর্ম পেয়েছে। তাই দুজনকে একই মানদণ্ডে মাপা উচিত।’

Comments

The Daily Star  | English

Mob violence now alarmingly routine

Rights groups say the state's failure to act swiftly and decisively has to some extent emboldened mobs and contributed to a climate where vigilante justice is becoming commonplace.

10h ago