এখনও মেসিই সেরা: কোমান

মৌসুমের শুরুটা ভালো হয়নি লিওনেল মেসির। বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত থেকে যেতে হয় পুরনো ক্লাবেই। মাঠে নামার পরও পেনাল্টি ছাড়া যেন গোলই পাচ্ছিলেন না। তাতে অনেকেই তাকে নিয়ে নানা ধরণের সমালোচনায় মেতেছিলেন। কিন্তু ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরেছেন বার্সা অধিনায়ক। আর তিনিই যে দলের প্রাণভোমরা তা আরও একবার প্রমাণ করেছেন। তাই কোচ রোনাল্ড কোমানের উচ্ছ্বসিত প্রশংসাই পেলেন এ আর্জেন্টাইন তারকা।
গত এক যুগ ধরে ফুটবল বিশ্বে ধারাবাহিকভাবে পারফরম্যান্স দেখানো মেসি নতুন মৌসুমের শুরুটা যেন কিছুটা অচেনা ছিল। তার চেয়ে তার সতীর্থরাই ম্যাচ জয়ে বেশি ভূমিকা রাখছিলেন। যদিও মাঠের পারফরম্যান্স তার কখনোই খারাপও ছিল না। তবুও সংবাদ শিরোনাম হচ্ছিলেন আনসু ফাতি, ফিলিপ কৌতিনহোরা। তবে আবার স্বমহিমায় ফিরেছেন মেসি। তার নৈপুণ্যেই জয় পাচ্ছে দল।
আর তাই স্বাভাবিকভাবেই কোচের প্রশংসা পাচ্ছেন বার্সা অধিনায়ক। স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে কোমান বলেছেন, 'মেসি আমাকে দেখিয়েছে সে এমন একজন মানুষ যে জিততে চায় এবং সেরা হতে চায়। এমনকি যখন তার ক্লাবের সঙ্গে সমস্যা হচ্ছিল তখনও। মেসি না থাকার চেয়ে তাকে নিয়েই বার্সেলোনা ভালো দল ছিল, আছে এবং থাকবে।'
কিন্তু মৌসুমের শুরুতে বার্সা ছাড়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছেন মেসি। তাতে একটা ব্যাপার স্পষ্ট যে, কাতালান ক্লাবে সুখী নন এ আর্জেন্টাইন। কোমানও জানেন বিষয়টি। কিন্তু তার পরও মেসির অবদান বিস্মিত করেছে তাকে, 'যখন আমি এখানে এসেছিলাম তখন তারা আমাকে বলেছিল মেসি সুখী নয়। আমরা তার ঘরে কথা বলেছি এবং আমাকে এর ব্যাখ্যা দিয়েছে। আমি সৎ ছিলাম। আমি তার সঙ্গে সিস্টেমের সমস্যা নিয়ে কথা বলেছি। মাঠের তার খেলার পজিশন ও দলে তার গুরুত্ব নিয়ে।'
'তবে ক্লাব এবং তার মধ্যকার ব্যক্তিগত সমস্যা আমি বদলাতে পারবো না। প্রথম দিনেও আমি একই কথা বলেছি। সেই সেরা এবং ক্লাবের প্রতি সে প্রতিজ্ঞাবদ্ধ। এই গ্রীষ্মে ক্লাবের সঙ্গে তার সমস্যা ছিল তবে যখন সে অনুশীলনে ফিরে এসেছে তখন থেকেই সে দুর্দান্ত।' - যোগ করে আরও বলেন এ ডাচ কোচ।
চেনা রূপে ফিরলেও এখনও আগের মতো গোলের দেখা মিলছে না মেসির। বার্সার জার্সিতে এ মৌসুমের করা পাঁচ গোলের চারটিই আসে পেনাল্টি থেকে। তবে মৌসুমে শেষে ঠিকই নিজের নামের পাশে স্বাভাবিক সময়ের মতোই গোল থাকবে বলে আশাবাদী এ ডাচ কোচ, 'কিছু ম্যাচে তার দুর্ভাগ্য ছিল এবং নিজের স্বাভাবিক পারফরম্যান্স দিতে পারছিল না। কিন্তু আমি নিশ্চিত মৌসুম শেষে সে তার স্বাভাবিক পরিমাণ গোলই পাবে।'
Comments