রাশিয়ার স্পুটনিক ফাইভ করোনা ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকরের দাবি
করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকর বলে দাবি মস্কোর। দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ খবর জানিয়েছে। কার্যকর ভ্যাকসিন তৈরির লড়াইয়ে রাশিয়া পশ্চিমা ওষুধ প্রস্তুতকারীদের সঙ্গে তাল মিলিয়ে চলছে বলে জানানো হয়।
মানুষের ওপর ভ্যাকসিনটির শেষ পর্যায়ের পরীক্ষার প্রাথমিক ফলাফল থেকে এ তথ্য জানানো হয়েছে। ১৬ হাজার মানুষের ওপর দুই ডোজ ভ্যাকসিন প্রয়োগের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ফল প্রকাশিত হয়েছে। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর বিকাশে সহায়তার পাশাপাশি এর বিপণন করছে।
আরডিআইএফ এর প্রধান ক্যারিল দিমিত্রিভ বলেন, 'আমরা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে দেখেছি যে আমাদের ভ্যাকসিন যথেষ্ট কার্যকর।'
ট্রায়ালে ২০ জন অংশগ্রহণকারীর ওপর ভ্যাকসিন ও প্লেসবো পরীক্ষার ফল বিশ্লেষন করে এ তথ্য জানানো হয়।
তবে, অংশগ্রহণকারীর সংখ্যা ফাইজার ও বায়োএনটেক এর ৯৪ জন আক্রান্তের ওপর ভ্যাকসিন পরীক্ষার তুলনায় অনেক কম। ফাইজার অবশ্য কার্যকারিতা পর্যবেক্ষণে ১৬৪ রোগীর ওপর ভ্যাকসিন প্রয়োগ করবে বলে জানিয়েছে।
আরডিআইএফ জানায়, রাশিয়ার আরও ছয় মাস ট্রায়াল চালাবে। পরীক্ষার তথ্য পর্যালোচনার পরে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মেডিকেল জার্নালে প্রকাশিত হবে।
গত সোমবার ফাইজার ও বায়োএনটেক তাদের ভ্যাকসিনের ৯০ শতাংশ কার্যকারিতার কথা জানানোর পরই রাশিয়া এ তথ্য প্রকাশ করল।
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, রাশিয়ার ট্রায়ালের পরিকল্পনা ও প্রোটোকল সম্পর্কে বেশি তথ্য না থাকায়, বুধবার প্রকাশিত এ পরিসংখ্যান ব্যাখ্যা করা কঠিন।
মস্কো যেভাবে কাজ করছে, বিজ্ঞানীরা তার গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষার আগে, গণ পরীক্ষার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকে এর বিষয়ে তদারকি করার আহ্বান জানিয়েছেন তারা।
সেপ্টেম্বরে বড় আকারের ট্রায়াল শুরু হওয়ার আগেই, রাশিয়া প্রথম দেশ হিসেবে আগস্ট মাসে সার্বজনীন ব্যবহারের জন্য স্পুটনিক ভ্যাকসিনের নিবন্ধন করে।
Comments