বিমানবন্দরে অবৈধভাবে আসা ৪৯৫ মোবাইল ফোন সেট জব্দ
অবৈধভাবে আনা বিভিন্ন ব্রান্ডের ৪৯৫টি মোবাইল ফোন সেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
বুধবার সকালে বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিটের ৬টি ড্রামের ভেতর থেকে চালানটি জব্দ করা হয়েছে বলে অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ জানান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকার আমদানিকারক এন এস এন্টারপ্রাইজ চীন থেকে ডিটারজেন্ট এর নামে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৪৯৫টি মোবাইল সেট নিয়ে আসে।
জব্দ হওয়া এসব মোবাইল সেটের মধ্যে শাওমি, রেডমি, ওয়ানপ্লাস, স্যামসাং ও আইফোন ব্র্যান্ডের সেট আছে বলেও জানান তিনি।
Comments