জেদ্দায় সমাধিস্থলে বোমা বিস্ফোরণে আহত ২, ফ্রান্সের নিন্দা

সৌদি আরবের জেদ্দায় বোমা বিস্ফোরণে দুই জন আহত হয়েছে। আজ বুধবার প্রথম বিশ্বযুদ্ধের সমাধিসৌধে এক অনুষ্ঠানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অনুষ্ঠানে ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধি হিসেবে কূটনীতিকরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে।
জেদ্দায় প্রথম বিশ্বযুদ্ধের সমাধিস্থলে ইউরোপীয় কূটনীতিদের উপস্থিতিতে বোমা বিস্ফোরণের পর সেখানে যাওয়ার একটি রাস্তা বন্ধ করে দেয় সৌদি পুলিশ। ছবি: এএফপি

সৌদি আরবের জেদ্দায় বোমা বিস্ফোরণে দুই জন আহত হয়েছে। আজ বুধবার প্রথম বিশ্বযুদ্ধের সমাধিসৌধে এক অনুষ্ঠানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অনুষ্ঠানে ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধি হিসেবে কূটনীতিকরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, 'জেদ্দায় একটি সমাধিস্থলে আজ সকালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি স্মরণে বার্ষিক এ অনুষ্ঠানে বেশ ফ্রান্সসহ কয়েকটি দেশের কনস্যুলেট উপস্থিত ছিলেন। সেখানে তাদের লক্ষ্য করে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন।'

মন্ত্রণালয় জানায়, 'ফ্রান্স এই কাপুরুষোচিত ও অযৌক্তিক হামলার তীব্র নিন্দা জানায়।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রিক কর্মকর্তাও এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার জন আহত হয়েছেন। 

তবে হামলার কয়েক ঘণ্টা পর মক্কার গভর্নরেট কর্তৃপক্ষ দুজন আহত হওয়ার বিষয় জানায়। কর্তৃপক্ষ বলে, 'কাপুরুষোচিত' এই হামলায় এক গ্রিক নাগরিক ও এক সৌদি নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।

এ দিকে, সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক বিবৃতিতে জানায়, হামলার বিষয়ে তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ চলছে। সেখানে বেশ কয়েকজন কনস্যুলেটের উপস্থিতির বিষয়টি বিবৃতিতে নিশ্চিত করা হয়।

তবে, তাৎক্ষণিকভাবে কেউ ওই হামলার দায় স্বীকার করেনি।

বিবৃতিটি দেওয়ার আগে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন ওই সমাধিস্থলের বাইরে থেকে একটি প্রতিবেদন প্রচার করছিল। প্রতিবেদনে বিস্ফোরণের কথা জানানো হলেও, নিরাপত্তা পরিস্থিতি 'স্থিতিশীল' বলে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

5h ago