করোনায় আক্রান্ত হাবিবুল বাশারও
বাংলাদেশের ক্রিকেটে একের পর এক হানা দিয়ে চলেছে করোনাভাইরাস। মাহমুদউল্লাহ, মুমিনুল হকের পর এবার জানা গেল নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও করোনা আক্রান্ত হয়েছেন।
দ্য ডেইলি স্টারকে নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন সাবেক এই অধিনায়ক, ‘দুদিন থেকে জ্বর থাকায় পরীক্ষা করিয়েছি। আজ বিকেলেই রিপোর্ট পেলাম। পজিটিভ এসেছে।’
কোভিড-১৯ পজিটিভ হলেও জ্বর ছাড়া আর বড় কোন উপসর্গ নেই বাংলাদেশের অনেক সাফল্যের নায়কের। স্বাভাবিকভাবেই নিজ বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।
এর আগে পিএসএল খেলতে যাওয়ার কথা থাকায় পরীক্ষা করিয়ে পজিটিভ হন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। তার একদিন পরই টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সস্ত্রীক করোনা আক্রান্তের খবর পাওয়া যায়।
ক্রিকেটারদের মধ্যে এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন মাশরাফি মর্তুজা, সাইফ হাসান, আবু জায়েদ রাহি।
Comments