অ্যান্ডোরাকে ৭ গোলের মালা পরাল পর্তুগাল
উয়েফা নেশন্স লিগের ম্যাচে মাঠে নামার আগে দারুণ প্রস্তুতি সেরে নিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল পর্তুগাল। অ্যান্ডোরাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দলটি। গুণে গুণে সাতটি গোল দিয়েছে তারা।
বুধবার স্তাদিও দ লিসবোয়া ই বেনফিকায় অ্যান্ডোরাকে ৭-০ গোলে হারিয়েছে পর্তুগাল। অভিষেকেই জোড়া গোল করেন পৌলিনহো। অভিষেকে একটি গোল পেয়েছেন পেদ্রো নেতোও। বদলি নেমে একটি গোল পেয়েছেন রোনালদো। এছাড়া একটি গোল করেন রেনাতো সানচেজ ও জোয়াও ফেলিক্স।
এদিন ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের অষ্টম মিনিটেই নেতোর গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পৌলিনহো। প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ ছিল তাদের। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক জোসেপ গোমেজের দারুণ কিছু সেভ ও ফরোয়ার্ডের ব্যর্থতায় দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে নেতোর জায়গায় রোনালদোকে মাঠে নামান কোচ ফের্নান্দো সান্তোস। ৫৬তম মিনিটে এ জুভেন্টাস তারকার পাস থেকেই ব্যবধান আরও বাড়ান সানচেজ। পাঁচ মিনিট হেডে নিজের দ্বিতীয় গোল করেন পৌলিনহো। ৭৬তম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে আরও একটি গোল পায় স্বাগতিকরা।
৮৫তম মিনিটে পার্টিতে যোগ দেন রোনালদোও। মারিও রুইয়ের ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন তিনি। জাতীয় দলের হয়ে এটা তার ১০২ নম্বর গোল।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে অ্যান্ডোরার জালে শেষ পেরেকটি ঠুকে দেন আরেক বদলি খেলোয়াড় ফেলিক্স। ফলে বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে পর্তুগাল।
আগামী শনিবার নেশন্স লিগে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। এর তিন দিন পর ক্রোয়েশিয়ার মাঠে খেলবে সান্তোসের শিষ্যরা।
Comments