হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফ রন ক্লেইন
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে ঘনিষ্ঠ সহযোগী রন ক্লেইনকে বাছাই করেছেন যুক্তরাষ্ট্রের সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
আজ বৃহস্পতিবার বাইডেনের শিবিরের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০ সাল থেকে বাইডেন যখন পর্যন্ত সিনেট জুডিশিয়ারি কমিটিতে ছিলেন, তখন তার সহযোগী ছিলেন ক্লেইন। পরবর্তীতে বাইডেন ভাইস-প্রেসিডেন্ট হলে ক্লেইন হন তার চিফ অব স্টাফ। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ সহযোগীও ছিলেন ক্লেইন। এ ছাড়াও, সাবেক ভাইস-প্রেসিডেন্ট আল গোরেরও চিফ অব স্টাফ ছিলেন ক্লেইন।
মূলত প্রেসিডেন্টের দৈনন্দিন কাজের তালিকা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ। এ ছাড়া, তাকে প্রেসিডেন্টের গেটকিপার (দ্বাররক্ষী) হিসেবেও বর্ণনা করা হয়। হোয়াইট হাউসের চিফ অবস স্টাফ রাজনৈতিকভাবে নিয়োগ হওয়ায় এর জন্য সিনেটের অনুমোদনের প্রয়োজন হয় না।
বাইডেন তার ট্রানজিশন দলের দেওয়া এক বিবৃতির মাধ্যমে ক্লেইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, ক্লেইনের গভীর ও নানা রকমের অভিজ্ঞতা এবং সব ধরনের মানুষের সঙ্গে কাজ করার ক্ষমতা রয়েছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদেও এমন লোককেই প্রয়োজন, যার মধ্যে এসব গুণ রয়েছে। কারণ যেহেতু আমরা সংকটকালের মুখোমুখী রয়েছি এবং সেখান থেকে দেশকে আবারও একত্রিত করতে চাই।
নির্বাচিত প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় তিনি সম্মানিত বোধ করছেন বলে একই বিবৃতিতে ক্লেইন জানিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে বাইডেনকে সহায়তার প্রত্যাশা ব্যক্ত করে ভাইস-প্রেসিডেন্টসহ হোয়াইট হাউসের সবাই মিলে এক হয়ে কাজ করবেন বলেও জানান ক্লেইন।
Comments