ব্রাজিলে চীনা ভ্যাকসিনের ট্রায়াল আবার শুরু
চীনের আবিষ্কৃত করোনার ভ্যাকসিন আবারও ট্রায়ালের অনুমোদন দিয়েছে ব্রাজিল। একজন স্বেচ্ছাসেবকের মৃত্যুর পরে ট্রায়াল বন্ধ রাখা হয়েছিল।
ব্রাজিলে চীনের ভ্যাকসিন ট্রায়াল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অ্যানভিসা জানায়, স্বেচ্ছাসেবকের মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। গত বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আমাদের হাতে পর্যাপ্ত তথ্য-উপাত্ত আছে যা দেখলেই বোঝা যাবে ট্রায়াল আবারও শুরু করতে কোনো বাধা নেই। ট্রায়াল বন্ধ করে দেওয়ার অর্থ এই না যে ভ্যাকসিন মানহীন, অনিরাপদ এবং কার্যকর না।
করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল একটি। বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে পাঁচ দশমিক ছয় মিলিয়ন শনাক্ত ও এক লাখ ৬৩ হাজার মৃত্যু রেকর্ড করেছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
Comments