গণমাধ্যম এড়িয়ে যাচ্ছেন ট্রাম্প, ভোট পুনর্গণনার জন্য আরও এক মামলা
বুধবার যুক্তরাষ্ট্রের ‘ভেটেরানস দিবস’ উপলক্ষে আর্লিংটন কবরস্থানে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে ট্রাম্প তাদেরকে এড়িয়ে গেছেন। গণমাধ্যম এড়িয়ে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রমাণ ছাড়াই মার্কিন নির্বাচনে ‘পাহাড়সমান দুর্নীতি ও অসততা’র অভিযোগ অব্যাহত রেখেছেন তিনি।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিশিগানের ফেডারেল আদালতে নতুন করে আরেকটি মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। ডেট্রয়েট শহরে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ ও নির্বাচনে জয়ের ঘোষণা না করার জন্য অনুরোধ করা হয়েছে।
মিশিগানে বাইডেন ১ লাখ ৪৮ হাজারেরও বেশি ভোট পেয়ে জিতেছেন। এখন পর্যন্ত মোট ২৯০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি।
ট্রাম্পের নির্বাচনী মামলায় ডেমোক্র্যাটদের প্রতিনিধিত্বকারী এক শীর্ষ আইনজীবী টুইটে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ দাবি প্রমাণিত হবে না।
এর আগে, ট্রাম্পের প্রচারণা শিবির পেনসেলভেনিয়ার ফেডারেল আদালতেও একইরকম মামলা করে। ডেমোক্র্যাটিক ওই কাউন্টিতে প্রেসিডেন্ট নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ও বিচারকের কাছে ফলাফলের ঘোষণা বন্ধ করতে মামলা করা হয়।
পরিচয় প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, আগামী সপ্তাহে উইসকনসিনেও আনুষ্ঠানিকভাবে পুনর্গণনার জন্য অনুরোধ জানানোর পরিকল্পনা করছেন ট্রাম্প।
বুধবার জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট অফ ব্র্যাড র্যাফেনস্পারগার ঘোষণা করেছেন যে, রাজ্যটিতে আবারও ভোট গণনা করা হবে। এক সংবাদ সম্মেলনে র্যাফেনস্পারগার বলেন, ‘এটা আত্মবিশ্বাস তৈরিতে সহায়তা করবে। অডিট, পুনর্গণনা ও পুনর্বিবেচনা করা হবে।’
জর্জিয়ায় প্রায় পাঁচ মিলিয়ন ভোটের মধ্যে ১৪ হাজার ভোটে এগিয়ে আছেন বাইডেন।
তবে, মিড ওয়েস্টে ফলাফল পরিবর্তন না হওয়া পর্যন্ত জর্জিয়ার গণনা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে তেমনটা প্রভাবিত না করলেও এর মাধ্যমে ইউএস সিনেটকে কারা নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন, তা জানা যাবে।
বুধবার যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পেনসেলভেনিয়ার ফিলাডেলফিয়ার একটি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এদিন তিনি ডেলাওয়ারের উইলমিংটনে তার ট্রানজিশন দলের সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যৎ হোয়াইট হাউসের সহযোগী ও মন্ত্রিপরিষদের কর্মকর্তাদের বাছাইয়ের প্রস্তুতি নেন।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে ঘনিষ্ঠ সহযোগী রন ক্লেইনকে বাছাই করেছেন যুক্তরাষ্ট্রের সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
নির্বাচন নিয়ে প্রকাশ্যে ট্রাম্পের দাবির বিরোধীতা করেছেন কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান। কেউ কেউ বাইডেনকে সম্ভাব্য বিজয়ী হিসেবে স্বীকারও করে নিয়েছেন।
পেনসেলভেনিয়ার সিনেটর প্যাট টুমি পিটসবার্গের একটি টেলিভিশন সাক্ষাত্কারে বলেন, ‘সম্ভবত মনে হচ্ছে জো বাইডেনই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন।’
আরও পড়ুন:
বিদেশি নেতাদের শুভেচ্ছা নিতে বাইডেনকে বাধা
হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফ রন ক্লেইন
জীবনে প্রথমবারের মতো পরাজয়ের মুখোমুখি ট্রাম্প
জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের সরিয়ে অনুগতদের বসাচ্ছেন ট্রাম্প
ট্রাম্পের বিলম্বিত ক্ষমতা হস্তান্তর জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি
Comments