বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজের উদ্বোধন ২৯ নভেম্বর
যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার সকালে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হবে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে ১২ হাজার ১৪৯ কোটি টাকা দেবে জাইকা। বাকি চার হাজার ৬৩১ কোটি টাকা সরকার দেবে। ২০২৪ সালের আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ওপর দিয়ে রেল চলাচল শুরু হবে।
Comments