মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হেরোইনসহ আটক
হেরোইনসহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
শামিম হোসেন সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পশ্চিম গোলড়া গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে। আটক অন্য দুজন হলেন—পার্শ্ববর্তী কামতা এলাকার রবিউল আওয়াল ও চড় খণ্ড গোলড়ার এলাকার আলমগীর হোসেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের মোটরসাইকেল ও শরীর তল্লাশি করে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহামেদ বুলবুল বলেন, কোন মাদকসেবী ও ব্যবসায়ী ছাত্রলীগের সঙ্গে থাকতে পারবে না। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। দোষী প্রমাণিত হলে শামিম হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Comments