ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৮ম শ্রেণির শিক্ষার্থীর

স্টার অনলাইন গ্রাফিক্স

স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী সামীয়া ইসলাম (১৩) ও ভ্যান চালক আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের নাভারন খাজুরা নিহা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামীয়া শার্শার কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে ও নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। নিহত ভ্যান চালক আবু হানিফ (৪৫) একই গ্রামের নছুর উদ্দিনের ছেলে।

নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই টিটু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের তিন শিক্ষার্থী পরীক্ষার খাতা জমা দিতে ভ্যানযোগে স্কুলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলই মারা যান সামীয়া। অন্যদের স্থানীয় নাভারন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

গুরুতর আহত ভ্যান চালাক আবু হানিফকে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর তিনটায় মারা যান বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক আছেন। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।’

Comments

The Daily Star  | English

Dengue: 5 dead, 159 hospitalised in 24 hours

With the deaths, the total number of dengue-related deaths this year has risen to 28

46m ago