বাসে অতিরিক্ত যাত্রী: বিআরটিসির চালককে সাময়িক বরখাস্ত

brtc bus
স্টার ফাইল ফটো

আসনের অতিরিক্ত যাত্রী ওঠানোয় বিআরটিসির এক গাড়িচালককে সাময়িক বরখাস্ত এবং ডিপো ম্যানেজারকে কারণ দর্শাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বুধবার সন্ধ্যায় বিআরটিসি’র (ঢাকা মেট্রো-ব-১১-৫৭৯৮) নম্বর বাসটিতে অতিরিক্ত যাত্রী এবং মাস্ক ছাড়া যাত্রী পরিবহণের বিষয়টি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নজরে আসে। মন্ত্রী তাৎক্ষণিক বিআরটিসি’র চেয়ারম্যানকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বাসচালক সোহরাব হোসেনকে আজ সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বাসটি মোহাম্মদপুর ডিপোর অধীনে পরিচালিত হওয়ায়

কর্তব্যে অবহেলার জন্য ডিপো-ম্যানেজার নূর-এ-আলমকে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিআরটিসি’র বাসে আসনের বেশি যাত্রী পরিবহন না করা এবং যাত্রী ও বাস চালক এবং সহকারীকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago